বিএনপির নেতাকর্মীরা দেশের কোথাও হামলা, ভাঙচুর ও আগুন সন্ত্রাস করলে, তাদের প্রতিহত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আওয়ামী লীগের যৌথসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, আন্দোলনের নামে অরাজকতা করতে দেয়া হবে না।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে যৌথসভার আয়োজন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যোগ দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির সাম্প্রতিক আন্দোলন ও সমসাময়িক নানা বিষয়ে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। বলেন, বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যার মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায়। সারাদেশে বিএনপির নাশকতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
বিএনপির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বিদেশিদের কাছে ধর্না দিয়ে কোন লাভ নেই। গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, কিছু কিছু মিডিয়া পক্ষপাতিত্ব করছে। আওয়ামী লীগ ভোটে বিশ্বাসী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে।