আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান বলেছেন, বিএনপিকে নিয়ে নির্বাচন করতেই হবে এমন কোন কথা কোথাও বলা হয়নি। পৃথিবীর অন্যান্য দেশে নির্বাচনের সময় অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে না। যাদের জনসমর্থন নেই তারা নির্বাচনে আসবে না এটাই স্বাভাবিক।
শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন প্রস্তুতি অবহিতকরণ নামে এই বৈঠকের প্রথম ধাপে আওয়ামী লীগ ছাড়াও ইসলামী ঐক্য জোটের একাংশ, গণফ্রন্ট ও তৃণমূল বিএনপি সহ ১৩টি দল অংশ নেয়। বিকাল তিনটায় শুরু হয় দ্বিতীয় ধাপের বৈঠক।
এই বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, সাম্যবাদী দল, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নেয়। যদিও বিএনপিসহ আরও কয়েকটি সমমনা রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নেয়নি।
আল / দীপ্ত সংবাদ