বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দায়িত্বরত পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র ছিনিয়ে নেয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৪৯ জনের নামে শাহজাহানপুর থানায় মামলা করে পুলিশ। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও অন্তত ৮০০ জনকে। সেই মামলায় আসামি করা হয়েছে বিএনপির এই নেতাকেও।
গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি পুলিশ হত্যা মামলার আসামি। তাকে গ্রেপ্তার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বুধবার (১ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ