বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা সদরের ওয়াবদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওয়াপদার মোড়ে ‘হারুন শপিং কমপ্লেক্সে‘ বিএনপি এক পক্ষের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। কমপ্লেক্সের সামনে থাকা অন্তত ১০টি মোটরসাইকেল আগুন দেওয়া হয়। এ ছাড়া আশপাশের কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবস‘ উপলক্ষে বেলা ৩টায় শামসুদ্দীন মিয়া সমর্থক ওয়াপদার মোড় এলাকায় ও নাসিরুল ইসলাম সমর্থক প্রায় ১ কিলোমিটার দূরে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ মোড়ে জড়ো হন। তাঁদের হাতে বাঁশের লাঠির মাথায় ধানের শীষ বাঁধা ছিল। বিকাল ৪টায় নাসিরুল ইসলাম অনুসারীরা মিছিল নিয়ে ওয়াপদার মোড়ের দিকে এগোতে থাকেন। তখন শামসুদ্দীন সমর্থকেরা কলেজের দিকে যেতে থাকেন।
উভয় পক্ষ বোয়ালমারী পৌরসভার সামনে এলে পরস্পরের দিকে ইট–পাটকেল নিক্ষেপ শুরু করে। তবে নাসিরুল ইসলাম সমর্থকেরা সংখ্যায় বেশি হওয়ায় শামসুদ্দীন সমর্থকেরা পিছু হটে ওয়াপদার মোড়ে হারুন শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শী আরও বলেন, সংঘর্ষের সময় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন। কিন্তু নাসিরুল সমর্থকদের হামলার এক পর্যায়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এরপর নাসিরুল সমর্থক হারুন শপিং কমপ্লেক্সের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন এবং ভবনের নিচতলায় শামসুদ্দিন মিয়ার কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেন। এ ছাড়া আশপাশের বিভিন্ন দোকানে ভাঙচুর চালান।
এ বিষয়ে বোয়ালমারী থানা ওসি মাহমুদুল হাসান বলেন, বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ৩জন সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
দলীয় সূত্রে জানা গেছে, কৃষক দল কেন্দ্রীয় সহ–সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও বোয়ালমারী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়ার নেতৃত্বে বোয়ালমারী উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। দুই নেতাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী নিয়ে গঠিত ফরিদপুর–১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, তবে বিএনপি এখনো এই আসনে কাউকে মনোনয়ন দেয়নি।
এসএ