ব্যাবিলন কথকতা- ব্যাবিলন গ্রুপের সৃজনশীল উদ্যোগগুলোর মধ্যে একটি । যার শুরুটা হয়েছিলো শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাগণের শৈল্পিক দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়ার জন্য ।
এই পত্রিকাটি বছরে একবার প্রকাশিত হয়, তাই প্রায় সারাবছর জুড়েই চলে এর প্রস্তুতি । কথকতার প্রতিটি লেখা, অলঙ্করণ, প্রচ্ছদ, সম্পাদনা, ইত্যাদি- সবই বর্তমান ও প্রাক্তন ব্যাবিলন কর্মীর চিন্তা, শ্রম, প্রয়াস এবং ভালোবাসার বহির্প্রকাশ- যা আত্মনির্ভরশীলতার এক ব্যতিক্রমী উদাহরণও বটে ।
সতেরতম সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে ‘কথকতা’ সতেরটি ডিসেম্বর পার করলো । এ বছর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যানুরাগী লুভা নাহিদ চৌধুরি, মহাপরিচালক বেঙ্গল ফাউন্ডেশন । এ সময় ব্যাবিলন গ্রূপের পরিচালক আব্দুস সালাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।