নারীদের সাজগোজে কাজল সাধারণত প্রধান সামগ্রী। কাজল পছন্দ করে না এমন কোন মেয়ে পাওয়া যাবে না। বর্তমানে মেয়েরা সাজগোজে যে প্রসাধনী ব্যবহার করে থাকে সেগুলোতে ক্যামিকেল থাকে যা প্রতিদিন ব্যবহারে চোখে এলার্জি ও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এতে করে ছানি পড়া চোখ হতে পারে দৃষ্টিহীন।
কেমন হয় যদি বাড়িতেই বানিয়ে নেয়া যায় ক্যামিকেল মুক্ত কাজাল! অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে নেয়া যেতে পারে কাজুবাদামের কাজল। কাজুবাদামের অনেক গুণাগুণ রয়েছে। এই বাদামে প্রচুর পরিমানে মিনারেল, ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে।
চোখ আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। কাজুবাদামের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্টস আমাদের চোখের রেটিনাকে সুস্থ রাখে। এর ফলে আমাদের চোখ অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা পেতে পারে। একটু কাজল চোখকে করে তুলতে পারে আরো বেশি আকর্ষণীয়।
কাজুবাদামের কাজল তৈরির পদ্ধতিটা যে খুব একটা জটিল তা নয়, চেষ্টা করে দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ।
কাজল তৈরি করার জন্য যে যে উপকরণ লাগবে :
গোটা কয়েকটি কাজুবাদাম
৩/৪ ফোটা কাজুবাদামের তেল
একটি প্রদীপ
দু’টি ছোট স্টিলের বাটি
কাজল রাখার জন্য ছোট্ট রুপোরকৌটা
তৈরির পদ্ধতি:
প্রদীপটি ঘি দিয়ে জ্বালিয়ে নিন। প্রদীপের দু’পাশে দুটি স্টিলের বাটি রাখুন, এমনভাবে বাটিটি বসাতে হবে যেন তার নিচে প্রদীপের শিখাটি স্পর্শ করে। যেখানে শিখা স্পর্শ করছে, ঠিক তার উপরে কাজুবাদাম রাখুন। বাদামের প্রতিটি পিঠ যেন মিনিট দেড়–দুই প্রদীপের তাত পায়, তাতে বাদামগুলো পুড়ে ছাই হয়ে গেলে গুড়ো করে নিতে হবে। তারপর তা পাত্রে সংগ্রহ করে নিয়ে কয়েক ফোঁটা কাজুবাদামের তেল মিশিয়ে নিলেই তৈরি কাজুবাদামের কাজল। পরার সময় পুরোনো কাজল পেনসিলের ডগার সাহায্য নিন, তবে এই কাজলের রং অনেক গভীর হবে।
যূথী/দীপ্ত সংবাদ