ইনকিলাব মঞ্চ মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশ আকাশসীমায় প্রবেশ করেছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৫ ফ্লাইটটি বিকাল ৫টা ১৫ মিনিটে মিয়ানমার আকাশসীমা থেকে বাংলাদেশ প্রবেশ করে।
ফ্লাইটরাডার লাইভ ট্র্যাকিংয়ে দেখা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৫ ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছেন।
আর এই বিমানের ওপর অনলাইনে একসঙ্গে নজর রাখছেন ১৫ হাজারের বেশি মানুষ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদি।
এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচার শেষে রাজধানী এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়।
এসএ