বিজ্ঞাপন
সোমবার, অক্টোবর ৬, ২০২৫
সোমবার, অক্টোবর ৬, ২০২৫

বাংলাদেশে যে সরকারই আসুক, তাদের সাথে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশে দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ভারত। এমনকি জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই গভীর সম্পর্ক রাখতে চায় দেশটি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী।

সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশডিকাব প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন বিক্রম মিশ্রী।

সাংবাদিকদের ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করে ভারত। জানান, জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই গভীর সম্পর্ক রাখতে তারা আগ্রহী।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে এমন একটা সরকার যেটার সংবিধানে কোনো ব্যাখ্যা নেই, তারপরও এই সরকারের সঙ্গে কাজ করছে ভারত।

. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতই প্রথম অভিনন্দন জানিয়ে ছিল। তবে ভারত বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।

নির্বাচনে অংশগ্রহণমূলক বলতে সব রাজনৈতিক দল না জনগণেরএমন প্রশ্নের উত্তরে বিক্রম মিশ্রি বলেন, এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে।

রুবায়েত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More