বুধবার, অক্টোবর ২২, ২০২৫
বুধবার, অক্টোবর ২২, ২০২৫

বাংলাদেশী বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন আহমেদের যুগান্তকারী সূত্র আবিষ্কার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘ ২ বছর চেষ্টার ফসল হিসেবে বাংলাদেশী বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন একটি সূত্র আবিষ্কার করেছেন, যেটা দিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত হাইড্রোজেন টেকনোলজির ম্যাচিউরিটি লেভেল পরিমাপ করা যাবে। শুধু তাই নয়, এই জেনারেল ফর্মুলা দিয়ে একটি দেশের অন্য যেকোন টেকনোলজি রেডিনেস লেভেল পরিমাপ করা সম্ভব হবে।

১৯৭০ সালে আমেরিকার নাসা জেনারেল “টেকনোলজি রেডিনেস লেভেল” বা টিআরএল (TRL) আবিস্কার করেছিল, যেটা ছিল থিউরিটিক্যাল ফ্রেমওয়ার্কৈর ভিত্তিতে। তিনি দেখিয়েছন সেই টিআরএল দিয়ে কান্ট্রি স্পিসিফিক হাইড্রোজেন টেকনোলজির রেডিনেস লেবেল পরিমাপ করা সম্ভব নয় এবং স্পেসিফিক কোয়ান্টিটিও বের করা যায় না।

তিনি যে ফর্মুলা ডেভলপ করেছি সেটা ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্ক এর ভিত্তিতে, এবং স্পেসিফিক ভ্যালু বের করা যাবে। তিনি গাণিতিক এই সূত্রের নাম দিয়েছেন হাইড্রোজেন রেডিনেস লেভেল বা এইচআরএল (HRL) ইনডেক্স।

এই ইনডেক্স দিয়ে একটি দেশের হাইড্রোজেন অথবা যেকোনো টেকনোলজির ম্যাচিউরিটি লেভেল কোয়ানটিফাই করা যাবে ফলে টেকনোলজির গ্যাপ, ইনভেস্টমেন্ট, সাপ্লাই চেইনে দুর্বলতা, পলিসি মেকিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং সোশ্যাল এক্সেপটেন্সর মত ফিল্ড গুলোতে স্পেসিফিক নজর দেওয়া সম্ভব হবে।

নতুন এই সূত্রটি প্রকাশিত হয়েছে বিখ্যাত ইন্টারন্যাশনাল জার্নাল অফ হাইড্রোজেন এনার্জিতে যার টাইটেল Novel index for assessing national readiness for hydrogen towards net-zero emissions

উল্লেখ্য ফারিদপুর জেলার এই বিজ্ঞানী বর্তমানে ইউনিভার্সিটি অফ মালায়াতে সহকারী অধ্যাপক হিসাবে এবং বাংলাদেশের আইউবিএটিতে এডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর কর্মরত অবস্থায় এই কাজটি শুরু করেছিলেন।

. শাহাবুদ্দিন আশা করছেন তাঁর উদ্ভাবিত এইচআরএল সূচক বিশ্বব্যাপী টেকসই জ্বালানি গবেষণা বিশেষ করে হাইড্রোজেন অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

মাসউদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More