আবারেও ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ সারাদেশ। বাংলাদেশসহ এ অঞ্চলের পাঁচটি দেশে অনুভূত হয়েছে এর কম্পন।
সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ভারতের মেঘালয় রাজ্য থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ–ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের গোয়ালপাড়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
গত সেপ্টেম্বর মাসে ৩ বার দেশে ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও আশপাশের এলাকা, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ২। এর আগে ১১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া ৯ সেপ্টেম্বর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
আগস্ট মাসে দুই দফায় বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে একটি অনুভূত হয় ২৯ আগস্ট আর এর আগে ১৪ আগস্ট আরেকবার ভূমিকম্প অনুভূত হয়।
চলতি বছরে এখন পর্যন্ত (১৭ সেপ্টেম্বর) ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে দেশে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এসএ/দীপ্ত নিউজ