বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ যশোরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠানটি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান–এ অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জনাব সুজিৎ কুমার মিত্র। এ ছাড়া প্রাক্তন শিক্ষক–শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আব্দুল ওহাব, জনাব কাজী লুৎফুন্নেসা, জনাব রহিমা আক্তার, জনাব মোমেনা খাতুন এবং জনাব মো. শফিকুল ইসলাম।
সকাল ৯টা ২৫ মিনিটে অ্যাসেম্বলির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর কেক কাটা, বেলুন উড়ানো এবং সুবর্ণজয়ন্তী আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তী পর্বে প্রাক্তন শিক্ষক–শিক্ষিকারা বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে তাঁদের বর্ণিল কর্মজীবনের স্মৃতিচারণ করেন, যা শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণার সঞ্চার করে। উপস্থিত প্রাক্তন শিক্ষকদের বর্তমান অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে স্কুল টিম ও কলেজ টিমের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। উত্তেজনাপূর্ণ ওই খেলায় স্কুল টিম বিজয়ী হয়।
দুপুর ২টায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।