শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলা সাহিত্য ইংরেজিতে অনুবাদের ওপর গুরুত্বারোপ করেছেন। অনির্বাচিত সরকারের পক্ষে কথা বলা বুদ্ধিজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা।
আবারো ভাষার মাসের শুরুতে বাংলা একাডেমি চত্বরে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন। দীর্ঘ দুই বছর পর এর উদ্বোধন করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমির সভাপতি লেখক সেলিনা হোসেন এবং নিজের বোন শেখ রেহানাকে নিয়ে মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন সরকারপ্রধান।
পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন দেশের প্রধান নির্বাহী। এর আগে বইমেলার মূল মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায়, বাংলা ভাষাকে এখন বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে।
তাঁর বক্তব্যে উঠে আসে অর্থনৈতিক সংস্কার ও ভর্তুকির বিষয়।অনির্বাচিত সরকারের পক্ষে অবস্থান নেওয়া বুদ্ধিজীবীদের সমালোচনা করেন, শেখ হাসিনা। ভাষা ও সাহিত্যে অবদানের জন্য, ১১ বিশিষ্ট লেখকের হাতে ২০২৩ সালের বাংলা একাডেমি পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী কর্তৃক বইমেলা উদ্বোধনের পর, মেলা প্রাঙ্গণে নামে এমনই মানুষের ঢল।