ইরানের মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় দেশটির অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করা হয়েছে।
রবিবার (২ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করা হয়। উপস্থিত ২৭৩ জন সংসদ সদস্যের মধ্যে ১৮২ জন হেম্মতির বিপক্ষে ভোট দেন, যার ফলে তিনি এই দায়িত্বে থাকতে পারবে না।
ইরানে তীব্র মূল্যস্ফীতি ও মুদ্রার রেকর্ড দরপতনের কারণে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছিল। যদিও তার পক্ষে অবস্থান নিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
প্রায় আট মাস আগে হেম্মতিকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হেম্মতি নিয়োগ পাওয়ার পর থেকে গত আট মাসে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান প্রায় অর্ধেক কমেছে।
বর্তমানে এক ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যা গত বছরের আগস্টে ছিল ৫ লাখ ৯৫ হাজার ৫০০ ইরানি রিয়াল।
ইএ/দীপ্ত নিউজ