প্রথম বারের মত ইংলিশদের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিরপুরে রবিবার (১২ মার্চ ) ২য় টি টুয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ১ম বারের মতো ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামে টাইগাররা। টাইগারদের বোলিং তোপে মাত্র ১১৭ রানে অলআউট হয় ইংলিশরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
দুই দেশের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি টিভির পর্দায় উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুধু যে খেলা দেখেছেন তা নয়, ভালো খেলায় সঙ্গে সঙ্গে ফোন দিয়ে সাকিবদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে এমন খবর জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার প্রায় আড়াই দশক পেরিয়েছে বাংলাদেশের। দীর্ঘ এ সময়ে টেস্ট খেলুড়ে প্রায় সব দেশকেই দ্বিপাক্ষিক সিরিজে হারিয়েছিল টাইগাররা। বাকি ছিল শুধু ইংল্যান্ড। এবার সেই ইংলিশ দুর্গও ভেদ করতে সক্ষম হলো সাকিব আল হসানের দল। ঘরের মাঠে টানা দুই টি-টুয়েন্টি জয়ে ইংলিশদের সিরিজে হারানোর গৌরব অর্জন করল টাইগাররা।
আল/দীপ্ত