ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা দিলপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ছেলে ২১ মেয়ে ১৮ এর আগে বিয়ে নয় কারো এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (১৫ জুন) মাদ্রাসা মিলনায়তনে সচেতনতা কার্যক্রম এর অংশ হিসেবে এসভা অনুষ্ঠিত হয়েছে।
ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞার সঞ্চালনায় সচেতনতা কার্যক্রম অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাল্যবিবাহ প্রতিরোধে গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বাস্তবায়িত কম্বেটিড়ং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প ও ইপসার জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঞা ও দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল–মামুন। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান মাদ্রাসা সুপার রহিমা বেগম।
বাল্যবিবাহ নিরোধ আইন, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা সভায় বক্তব্য রাখেন– ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষিকা ফেরদৌস আরা বেগম, মুফতি আবদুল খালেক ও মাস্টার মিজানুর রহমান সুমন প্রমুখ।
প্রতিনিধি ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনীর আয়োজনে ও বাল্যবিবাহ প্রতিরোধে সিভিল সোসাইটি, যুব ও কিশোর– কিশোরী নেটওয়ার্ক ফেনীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সচেতনতা কার্যক্রমে মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ আল–মামুন/আল/দীপ্ত সংবাদ