ফিলিস্তিনের আটকে পড়া বাসিন্দাদের জন্য ফান্ড সংগ্রহে ইফতার মাহফিল আয়োজন করেছে কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি।
শনিবার (১৬ মার্চ) কানাডার টরেন্টর লবঙ্গ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে ৫ হাজার ডলার ফান্ড সংগ্রহ করা হয়।
এদিকে ফান্ড সংগ্রহের আয়োজক শেরিফ আলী বলেন, আমাদের ফিলিস্তিনি কানাডিয়ান বোন এবং তার পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করতে পেরে আমরা গর্বিত। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গাজার ক্ষতিগ্রস্তদের জন্য কিছু ফান্ড সংগ্রহ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগণ। ফিলিস্তিনি পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন–ম্যানেল জেরিক ও তার স্বামী অ্যান্ড্রু ফ্লেক।
ম্যানেল জেরিক তার বক্তব্যে বলেন, আমি ফিলিস্তিনি কানাডিয়ান। জীবনের বেশিরভাগ সময় অবরুদ্ধ গাজায় বড় হয়েছি। পরিবারের সদস্যরা গাজার যুদ্ধক্ষেত্র থেকে পালানো; তাদের একমাত্র আশা। তারা নির্বিচারে বোমা হামলা এবং মানবিক বিপর্যয় সহ্য করছে; যা কখনোই ভাবিনি।
তিনি বলেন, পরিবারকে উদ্ধার এবং কানাডায় নিয়ে আসার জন্য ‘গাজা বিশেষ ব্যবস্থা‘ চালু করেছে। এতে গাজায় থাকা প্রিয়জনের সঙ্গে পুনরায় মিলিত হতে পারবে এবং তাদেরকে কানাডায় নিয়ে আসতে পারে। টেম্পোরারি রেসিডেন্ট ভিসা (TRV) বর্তমানে গাজা থেকে কানাডায় প্রত্যাবাসনের একমাত্র উপায়।
ম্যানেল জেরিক বলেন, তাদেরকে টরন্টোতে নিয়ে এনে রাখার মতো কোন মানবিক সংকট তহবিল উপলব্ধ নেই। পরিবারকে নিরাপদে নিয়ে আসার জন্য সমস্ত খরচ আমার ওপর পড়েছে। পরিবারের ১০ সদস্যদের টরন্টোতে অস্থায়ীভাবে থাকার জন্য আবেদন করেছি৷ এতে ২৩ হাজার ডলার খরচ পড়বে। এজন্য ফান্ড সংগ্রহের চেষ্টা করছি।
শহিদুল হক স্বপন/আল/এজে/এসএ/দীপ্ত সংবাদ