আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ব্রিটেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন।
সোমবার (২৯ জানুয়ারি) রাতে লন্ডনে এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, গাজায় আরও মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান।
এদিকে গাজা থেকে সেনা প্রত্যাহার ও ইসরায়েলি কারাগারে বন্দি থাকা হাজারো ফিলিস্তিনিকে মুক্তি দেবে না ইসরায়েল। মঙ্গলবার বিনেই ডেভিড মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের হামলায় গাজায় আরো ১১৪ জন নিহত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৭৫১।
আরও পড়ুন: জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থার জন্য অর্থায়ন বন্ধ করল যেসব দেশ
আল / দীপ্ত সংবাদ