ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপদ সড়কের দাবিসহ ৫ দাবিতে রাজধানী ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি তেজগাঁও বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) ট্রাক চাপায় সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। তার পরই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, বুধবার প্রশাসনের লোকেরা তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা।
শিক্ষার্থীরা ৫ দফা দাবি দাবিগুলো হলো–
১. সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী‘ ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২. ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
৩. পার্কিং আইন কার্যকর: নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।
৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল–ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৫. সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে ৩টডি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।
এসএ