সাম্প্রতিক সময়ে প্রায় বিলুপ্তির পথে রেডিও। ১৮৯৬ সালে ইতালির সুবিখ্যাত বিজ্ঞানী গোবরিল মার্কনি আবিষ্কার করেন এ যন্ত্রটি। মার্কনি তার বুদ্ধিমত্তায় নিখুঁতভাবে রেডিও আবিষ্কার করে বিশ্বকে সে সময় তাক লাগিয়ে ছিলেন।
তৎকালীন সময়ে রেডিও ছিল সংবাদ ও বিনোদন জানা এবং শোনার একমাত্র মাধ্যম। মানুষ তখন রেডিওতে সবসময় কান রাখত সংবাদের নেশায়। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন প্রযুক্তির বিপ্লব ঘটেছে ফলে রেডিও এখন প্রায় অনেকটাই বিলুপ্তির দিকে।
তবে এখনো হারানো ঐতিহ্য রেডিও’র সাথে প্রেম ধরে রেখেছেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের ফকির মোহাম্মদ (৮০) নামের এক বৃদ্ধ।
জানা গেছে, গত কয়েক দিন আগে ৫৪ বছর অতি যত্নে রাখা রেডিওর ব্যাটারির চার্জ শেষ হওয়ার বিষয়কে কেন্দ্র করে ফকির মোহাম্মদের দেখা মিলেছে অনেক মানুষের সাথে।
ফকির মোহাম্মদ বলেন, যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকেই রেডিও ভালোবাসতাম। ৮০ বছর জীবনে ৫টা রেডিও ব্যবহার করেছি তার মধ্যে বর্তমানে ফিলিপ্স কোম্পানির রেডিওটি রয়েছে তাও ৫৪ বছর একাধারে এখনো চলছে। মাঝেমধ্যে ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে ব্যাটারি পেতে ভোগান্তির শিকার হতে হয়। কারণ বর্তমান সময়ে এসব জিনিসের মালামাল বাজারে কিনতে পাওয়া যায় না। রেডিওতে পরিষ্কারভাবে সংবাদ, সিনেমা, নাটক শোনা যায় বলেই এ যন্ত্রটাকে অতি যত্ন করে রেখেছি। আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রেডিওটি কাছে রাখতে চাই।
ফকির মোহাম্মদের ছেলে হাবিবুর বলেন, বাবাকে অনেক বার বলেছি রেডিও বর্তমান সময়ে ব্যবহার করে না একটা ভালো টেলিভিশন কিনে দিই কিন্তু তাতে বাবা নারাজ হয়। তাই তার ভালো লাগাটা আমাদের কাছে অন্যরকম ভালোবাসা। বাবার অবর্তমানে রেডিওটি স্মৃতি করে রেখে দেবো।
জান্নাতুল আওলিয়া/শায়লা/দীপ্ত নিউজ