প্রকল্প শেষ হওয়ার আগেই সড়কগুলোর বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন তিনি। আজ ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভৌগলিকভাবে কৌশলগত অঞ্চল হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমসটেক করিডোর এবং সার্ক হাইওয়ের গুরুত্বপূর্ণ অংশ। অথচ এই সড়কটি মাত্র দুই লেনের। বিদ্যমান সড়কটি ৬ লেনে উন্নীতকরণের কাজ দুই বছর আগে শুরুর কথা থাকলেও তা হয়নি। অবশেষে শুরু হচ্ছে। বুধবার রাজধানীর একটি হোটেলে ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পে’র ওয়ার্ক প্যাকেজ-৩ এর চুক্তি সই হয়।
পুরো প্রকল্পের দৈর্ঘ্য ২০৯ কিলোমিটার। এতে খরচ হবে প্রায় ১৭ হাজার কোটি টাকা। আন্তর্জাতিক এই সড়কের কাজ শেষ হলে, উন্নত যোগাযোগের পাশাপাশি বাড়বে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা।
সড়কের বিভিন্ন প্রকল্প সময় মতো শেষ না হওয়া এবং মান খারাপ নিয়ে ক্ষোভ জানান, সড়ক পরিবহন মন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।