পুশব্যাক নয়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের কূটনৈতিক চ্যানেল মেইনটেইন করে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৭ মে) সুন্দরবনে বিজিবি ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকায় নিযুক্ত ভারত রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, পুশ–ইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।’
‘ভারতের পুশইন’কে উসকানি হিসেবে দেখছি না‘ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ক্ষেত্রেও আমরা প্রপার চ্যানেল ব্যবহার করেই ফেরত পাঠানোর নীতিতে অটল আছি।’
‘পুশইন‘ ঠেকাতে প্রতিবাদমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ডিপ্লোমেটিক সল্যুশনের (কূটনৈতিক সমাধান) জন্য এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। কূটনৈতিক সমাধানের জন্য এ বিষয়ে আমাদের রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গেও কথা হয়েছে।
অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, নীলডুমুর ব্যাটালিয়ন অধিনায়ক, আরবিজি কোম্পানি অধিনায়ক, বিজিবি অন্যান্য পদবীর কর্মকর্তা ও সৈনিকরা উপস্থিত ছিলেন।
এসএ