পায়ে হেঁটে বিশ্বভ্রমণে বের হওয়া নেপালী তরুণ মি. ই এখন পঞ্চগড়ে। গত ৩২ দিন ধরে তিনি ঘুরেছেন বাংলাদেশের বিভিন্ন এলাকা। আজ তেতুঁলিয়ায় রাত্রিযাপন শেষে বাংলাবান্ধা হয়ে ফিরে যাবেন নেপালে।
নেপালী তরুণ ই। ঘুরে বেড়ানোই যেন তার জীবন। নেপাল, ভারত ও শ্রীলঙ্কার পর বাংলাদেশ ভ্রমণ।২৩২ দিন আগে কাঠমান্ডু থেকে যাত্রা। পাহাড়, নদী, সড়ক, উঁচু-নিচু মেঠো পথ মিলিয়ে ৫ হাজার ৭০০ কিলোমিটার পাড়ি দিয়ে ১৯ অক্টোবর পৌঁছান পঞ্চগড়ে।নানা দেশের নানা সংস্কৃতি জানার আগ্রহ থেকেই ই’র এই বিশ্ব ভ্রমণ। প্রতিদিন গড়ে হেঁটেছেন ৩০ থেকে ৩৫ কিলোমিটার। তিনি বলেন “আমি বাংলাদেশে এসেছি গত ১৭ সেপ্টেম্বর। পরদিন টেকনাফের জিরো পয়েন্টের শাহপরীর দ্বীপ থেকে হেঁটে যাত্রা শুরু করেছি, শেষ করবো বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে”
বাঙালির আতিথেয়তায় মুগ্ধ ২৭ বছরের এই তরুণ।
তিনি আরও বলেন ” আমি ধন্যবাদ জানাই বাংলাদেশিদের। তাদের উদারতা, আতিথেয়তা এবং সহায়তা ছাড়া এ ভ্রমণ সম্ভব হতো না”
নেপালে ফিরে পরিকল্পনা করে আবার ভ্রমণে বের হবেন তিনি ।