রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে ঘৃণাসূচক এবং উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বক্তৃতা দেশটির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার নিষিদ্ধ করেছে মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পিইএমআরএ)।
রবিবার (৫ মার্চ) এক বিবৃতিতে পিইএমআরএ জানিয়েছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ঘৃণাসূচক বক্তব্য ছড়াচ্ছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, মূলত পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার বাসভবনের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর রবিবারের ওই ভাষণ দেশটির টিভি চ্যানেলগুলোতেও সম্প্রচার করা হয়।
তবে এ নির্দেশনা জারির পর রোববার (৪ মার্চ) থেকে তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এদিকে রবিবারের ভাষণে ইমরান সরকারি দলের নেতাদের বিরুদ্ধে কটাক্ষ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, তারা তাদের সম্পদ বিদেশে লুকিয়ে রেখেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়া তাদেরকে আইনি মামলায় সুরক্ষা দিয়েছেন।
এর আগে ইমরান খানকে গ্রেফতার করার এক প্রয়াস চালিয়ে ব্যর্থ হয় দেশটির পুলিশ। ইমরান খানকে গ্রেফতারের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাহোর শহরের তার বাড়ির সামনে সমবেত হয় তার শত শত সমর্থক।
আফ/দীপ্ত সংবাদ