১৩৫
পাকিস্তানের ৭৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো হিন্দু নারী, জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, সাবিরা পারকাশ পাকিস্তান পিপলস পার্টি পিপিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন তিনি।
দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার ২৫ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবিরা পারকাশ।
তিনি ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
কেবল প্রথম হিন্দু নারী প্রার্থী–ই নয়, নিজ আসন বুনের জেলার প্রথম নারী প্রার্থীও সাবিরা।
এসএ/দীপ্ত নিউজ