দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে এখনো নিজ নিজ অবস্থানে অটল আওয়ামী লীগ ও বিএনপি। দেশের স্থিতিশীলতা রক্ষা এবং গ্রহণযোগ্য ভোটের জন্য, দুই দলকেই ছাড়ের মানসিকতা দেখাতে হবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা।
চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে– এমন আলোচনা রয়েছে বিভিন্ন মহলে। কিন্তু নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দুই মেরুতে অবস্থান করছে আওয়ামী লীগ ও বিএনপি।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, কোনোভাবেই ভোটে যেতে চায় না বিএনপি।
আওয়ামী লীগ বলছে, নির্বাচন এড়াতেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে কথা বলছে।
বিশ্লেষকরা বলছেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রধান দুই দলের সমঝোতা অত্যন্ত জরুরি। তাঁরা বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে ইসির পাশাপাশি, নতুন রাষ্ট্রপতিও ভূমিকা রাখতে পারেন।
আল/দীপ্ত সংবাদ