রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকা সংশোধন করে নতুন প্রতীক ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে জুনে নিবন্ধন আবেদনের সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ এই তিনটি প্রতীক চেয়েছিল। পরে দলটি শুধুমাত্র শাপলা প্রতীকেই অনড় থাকে। তবে তালিকায় শাপলা না থাকায় বারবারই তাদের আবেদন নাকচ করে দেয় নির্বাচন কমিশন।
এনসিপির আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু সেই আবেদনও বাতিল হয়। ফলে এনসিপি ও ইসির মধ্যে প্রতীক নিয়ে কয়েক মাস ধরে চিঠি চালাচালি, সাক্ষাৎ ও বৈঠক চলছিল।
সবশেষ ৭ অক্টোবর দলটি শাপলা প্রতীকের সাতটি নমুনা ছবি পাঠায় ইসিকে, কিন্তু কমিশন তা গ্রহণ করেনি।
ইসি জানায়, বিদ্যমান তালিকা থেকে কোনো একটি প্রতীক বেছে নিতে হবে, নচেৎ কমিশন নিজ উদ্যোগে প্রতীক বরাদ্দ করবে।
প্রতীক নির্বাচনের শেষ দিন ছিল ১৯ অক্টোবর। সেদিনও এনসিপি শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নিতে অস্বীকৃতি জানায়। অবশেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি প্রতীক তালিকা সংশোধন করে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করে।