প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, গোয়েন্দা সংস্থা কিংবা অন্য কোনো সংস্থার দ্বারা নির্বাচন কমিশন প্রভাবিত হবে না। নির্বাচন কমিশন নিজস্ব আইন, কানুন ও নিয়ম–নীতি মেনে নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, গোয়েন্দা সংস্থা কিংবা অন্য কোনো সংস্থার দ্বারা আমরা প্রভাবিত হয়ে কাজ করব না। নির্বাচন কমিশন নিজস্ব আইন, কানুন ও নিয়ম–নীতি মেনে নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে। এখানে কারো কোনো প্রভাব বা নির্দেশনা নির্বাচন কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং আমরা তা শুনবও না।
তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটের আওতায় আনার চেষ্টা চলছে। যত চ্যালেঞ্জই আসুক, আইন মেনেই সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে।
এনসিপি প্রসঙ্গে সিইসি বলেন, একটি দলের প্রতীক নিতে গেলে আইনানুগ বিধান রয়েছে। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত যে প্রতীক আছে, সেখান থেকেই নিতে হয়, এটাই আইনের বিধান। তারা যেটি চেয়েছেন, সেটি আমাদের তালিকাভুক্ত নয়, তাই সেটা দেওয়া সম্ভব নয়।
এর আগে সকাল ১০টায় বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে বরিশালের আঞ্চলিক, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।