নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালক ইউসুফকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেপ্তারকৃতরা হলেন– মো. মাহবুব নারায়ণগঞ্জ ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা, একই এলাকার মো. আমিন ও কাশিপুরের এলাকার বাসিন্দা মো. কাউছার।
নিহত ইজিবাইক চালক ইউসুফ লক্ষ্মিপুর জেলার কমলনগর থানার কালকিনি গ্রামের বাসিন্দা। সে বর্তমানে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় বসবাস করতেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই ইজিবাইক চালক এবং তারা সবাই মাদকাসক্ত। তারা একই গ্যারেজের একই মহাজনের গাড়ী চালাতো। পূর্বপরিকল্পিতনুযায়ী শনিবার (১২ মার্চ) মাগরিব নামাজের পরপর গ্রেপ্তারকৃতরা তাদের গাড়ী গ্যারেজ মালিকের নিকট বুঝিয়ে দিয়ে আসে। রাত ১১ টার দিকে তারা পরিকল্পনানুযায়ী নিহতের মিশুক গাড়ী ভাড়া করে চর কাশিপুর যাওয়ার জন্য। চর কাশিপুর নাজিমুদ্দিনের বাড়ীর সামনের ফাঁকা রাস্তায় গিয়ে তারা নিহত মিশুক চালক ইউসুফকে গাড়ী থেকে নামিয়ে গলার মাঝখানে রড ঢুকিয়ে দেয়। একই জায়গায় বারবার রডের আঘাতের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে মিশুক গাড়ীটি নিয়ে চলে আসে তারা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, তখন তাদের আটক করে পরিচয় এবং গাড়ির সমস্যা জানতে চায়। এতে তারা সন্দেহজনক কথাবার্তা বলায় তাদের মহাজনকে ডাকতে বলেন। মিশুক গাড়ীটির মালিক সুমন এসে জানান, আটক ৩ জন তার অন্য গাড়ির চালক তবে এ গাড়ির নয়। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান চালক ইউসুফ কে হত্যা করে চর কাশিপুর সড়কের নাজিমুদ্দিনের বাড়ীর সামনের ফাঁকা রাস্তায় লাশ ফেলে রেখে এসেছেন।
রাত চার টার দিকে গ্রেফতারকৃতদের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
অনু/দীপ্ত সংবাদ