নতুন বছরের বই ছাপানোর মধ্যেই চাপ বাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও পোস্টারসহ অন্যান্য ফর্ম ছাপার। অতিরিক্ত চাপ সামলাতে প্রস্তুতি নিয়েছে দেশের প্রায় সাড়ে ৫ হাজার ছাপাখানা।
কাগজ ও কালিসহ আনুষঙ্গিক উপকরণগুলোর দাম বাড়ায় এবার প্রার্থীদের খরচ বাড়বে বলে জানিয়েছেন মুদ্রণ ব্যবসায়ীরা।
তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর। ফলে পোস্টার ও লিফলেট ছাপানোর চাপ বাড়বে। একইসঙ্গে নির্বাচন কমিশন ছাপাবে ব্যালট পেপারসহ অন্যান্য ফর্ম।
নতুন বছর সামনে রেখে নভেম্বর–ডিসেম্বরে বই, ক্যালেন্ডার ও ডায়রি ছাপানোর চাপ থাকে। এ চাপ সামলাতে রাজধানীর ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল ও পুরানা পল্টন এলাকার ছাপাখানাগুলো বিশেষ উদ্যোগ নিয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগসহ ২৯টি রাজনৈতিক দল। ৩০০ আসনে লড়বেন প্রায় আড়াই হাজার প্রার্থী।
মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, কাগজ ও কালিসহ আনুষঙ্গিক উপকরণের দাম বাড়ায় এবার প্রার্থীদের খরচ বাড়বে।
দেশে ছোট বড় মিলিয়ে ছাপাখানা আছে প্রায় সাড়ে পাঁচ হাজার।
এসএ/দীপ্ত নিউজ