ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া গাজায় ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে এক হাজারেরও বেশি মানুষ নিখোঁজ আছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা দল।
সোমবার (১৬ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা দলের দাবি– গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন।
টানা এক সপ্তাহ ধরে দখলদাররা হামলা চালিয়ে যাচ্ছে। যারা নিখোঁজ হয়েছেন, তাদের মৃত্যুর সম্ভাবনা ব্যাপক। ভাবনগুলোয় হামলার ২৪ ঘণ্টা পর বহুজনকে বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলার পর সেদিন থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী।
গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুই হাজার ৬৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন কমপক্ষে ৯ হাজার ৬০০ জন ফিলিস্তিনি।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ