বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ইলিশ আহরণে যেতে না পারায়, বরিশালের বাজারে সরবরাহ কমেছে। ফলে দাম বেড়েছে কয়েক গুণ। যেসব জেলেরা নদী বা সমুদ্রে যাচ্ছেন, তাদের জালেও ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ।
এই চিত্র বরিশালের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্রের। ফলে ইলিশসহ প্রায় সব ধরনের মাছের ঘাটতি দেখা দিয়েছে আড়তগুলোতেও। এর মূল কারণ প্রচন্ড শীতে নদী ও সাগরে মাছ আহরণে যেতে পারছেন না জেলেরা। যারা যাচ্ছেন তারাও ফিরছেন খালি হাতে।
ফলে বেড়েছে ইলিশসহ সব ধরনের মাছের দাম। ৩ সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে ১ হাজার টাকারও বেশি। বর্তমানে ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে, ২৩শ টাকা দরে। আর ১ কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে ১৯শ থেকে ২ হাজার টাকা। ৬০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১৭শ টাকায়। আর ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪শ টাকার ওপরে।
ক্রেতা–বিক্রেতারা জানান, বর্তমানে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ।জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে মাছ আহরণ চার ভাগের এক ভাগে নেমে এসেছে।
শীত কমে আসলেই মাছ আহরণে যেতে পারবেন জেলেরা, জালে ধরা পড়বে রূপালি ইলিশ, এমনটাই প্রত্যাশা সবার।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আবার ইলিশ ধরছেন জেলেরা
আল / দীপ্ত সংবাদ