রাজধানী মিটফোর্ড হাসপাতাল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ (৩৯) হত্যা মামলা ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টা ৯ মিনিটে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আইন উপদেষ্টা এ কথা জানিয়েছেন।
পোস্টে আসিফ নজরুল লিখেন, ‘মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।’
আইন উপদেষ্টা আরও লিখেন, ‘ এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুতবিচার ট্রাইব্যুনাল আইন ২০০২–এর ধারা ১০– এর অধীন দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।’
এদিকে, আইন উপদেষ্টা‘র এ পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ। ২ ঘন্টায় পোস্টে মন্তব্য করেছেন ষোল হাজারের বেশি মানুষ।
উল্লেখ্য, বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ)-কে রড ও বড় পাথর দিয়ে মাথা ও বুকে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকারীদের উল্লাস এবং মুখে পাথর নিক্ষেপের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
এসএ