ভোট পেতে মানুষের আস্থা অর্জনে যথাযথ সেবা দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবসের উদযাপন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, দেশের যতটুকু সম্পদ আছে তা নিয়েই আগামীতে এগিয়ে যাবে বাংলাদেশ। বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দা সামাল দিতে, খাদ্য উৎপাদনের ওপর জোর দেন সরকার প্রধান।
কেউ যাতে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসে যুক্ত না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান, প্রধানমন্ত্রী।
জাতীয় বাজেটে স্থানীয় সরকার খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে উল্লেখ কোরে, শেখ হাসিনা সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আনুরোধ করেন।
অনুষ্ঠানে প্রতিটি বিভাগ থেকে তিনজন জনপ্রতিনিধি বক্তব্য দেন। সম্মানি বৃদ্ধি, এলাকায় শিশুদের জন্য খেলার মাঠ ও পার্ক নির্মাণের জন্য সরকারি খাস জমি দেয়াসহ বিভিন্ন দাবি জানান তারা।
এসএ/দীপ্ত নিউজ