দেশে এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত ১০ জনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৭ জন। যাদের মধ্যে ৪ জনই রাজশাহী বিভাগের। মৃত্যু হার শতকরা ৭০ ভাগ। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার মাধ্যমেই নিপা ভাইরাস রোধ করা সম্ভব।
এবার শীতে রাজশাহী বিভাগে নিপাহ ভাইরাসে মারা গেছেন ৪ জন। জানুয়ারিতে গোদাগাড়ী উপজেলায় এক নারী, এরপর পাবনার ঈশ্বরদীতে এক শিশু, তারপর নাটোরে এক কিশোর এবং চলতি মাসের ৬ তারিখে নওগাঁর এক নারীর মৃত্যু হয়েছে।
২০০১ সালে মেহেরপুরে প্রথম নিপাহ ভাইরাস শনাক্ত হয়। ২০২২ সাল পর্যন্ত এই ভাইরাস শনাক্ত হয়েছে ৩২৫ জনের দেহে। তাদের মধ্যে মারা গেছেন ২৩০ জন।
সাধারণত বাদুর ও শূকর থেকে ছড়ায় নিপাহ ভাইরাস। তাই কিছুতেই খেজুর বা তালের রস কাঁচা না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে এ বিষয়ে এখনও সচেতন নন খেটে খাওয়া মানুষেরা।
নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিকভাবে মাথাব্যথা, খিঁচুনি, গা ব্যথা, বমিবমি ভাব ও গলাব্যথা হতে পারে।
রাজশাহীতে এরইমধ্যে খেজুর ও তালের কাঁচা রস খাওয়া ও বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ চালানো হচ্ছে নানা প্রচারণা।
এফএম/ দীপ্ত