সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুই হাজার দুই শত মানুষকে ক্ষমা করেছে ইরানের বিচার বিভাগ। সোমবার (১৩ মার্চ) বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেইর বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরিনা এই তথ্য জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, সব মিলিয়ে ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে। এর মধ্যে ২২ হাজার জন সরাসরি বিক্ষোভে অংশ নিয়েছিল।
২০২২ সালের সেপ্টেম্বরে ইরানের কুর্দি তরুণী মাহসা আমিনি, দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যান। সে সময় নৈতিকতা পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নেমে এসেছিল লাখ লাখ মানুষ।
এরপর থেকেই ইরান জুড়ে বিক্ষোভে ছড়িয়ে পড়ে। হিজাব আইন ভঙ্গের জেরে ওই নারীকে প্রেপ্তার করা হয়েছিল।
যূথী/দীপ্ত সংবাদ