রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সরকারি সফরে ভারতে যাচ্ছেন। ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি দিল্লিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। খবর এনডিটিভির।
সফরের সময় পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও সামরিক সরঞ্জাম, এসইউ–৫৭ যুদ্ধবিমান এবং এস–৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় সম্পর্কিত চুক্তি হতে পারে।
এদিকে, নয়াদিল্লিতে পুতিনের সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পাঁচ স্তরের নিরাপত্তা বলয়, ড্রোন নজরদারি, স্নাইপার এবং এআই ফেসিয়াল রিকগনিশন ক্যামেরার মাধ্যমে তার কনভয়ের ওপর সার্বক্ষণিক নজরদারি থাকবে।
অন্যদিকে, পুতিনের সফরের আগেই ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) চুক্তিটি পার্লামেন্টে অনুমোদন পায়।
এই চুক্তি কেবল সেনা ও সরঞ্জাম পাঠানোই নয়, সরবরাহ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করবে। চুক্তির আওতায় যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের পরে ত্রাণ প্রচেষ্টা এবং অন্যান্য ক্ষেত্রে সম্মতি অনুসারে কাজ করবে দুই দেশ।