অনলাইন প্রতারণার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। প্রতারকের খপ্পরে পড়ে খোয়ালেন ১ লাখ ৬৫ হাজার টাকা। অবশ্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় সে টাকা ফেরতও পেয়েছেন তিনি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) তা বুঝে নিতে ডিবি কার্যালয়ে গিয়েছেন দীঘি ও তাঁর বাবা সুব্রত।
ডিবি পুলিশের কার্যালয় থেকে জানা যায়, অনলাইন প্রতারণার শিকার হয়ে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে অভিনেত্রীর থেকে হাতিয়ে নেওয়া হয় নগদ অর্থ। এর পর দ্রুত ডিবিতে অভিযোগ করেন দীঘি। দীঘির অভিযোগের ভিত্তিতে মাঠে নেমে এরই মধ্যে প্রতারণায় জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: সুখবর দিলেন অভিনেত্রী শাবনূর
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের দীঘি বলেন, বিকাশের নির্দিষ্ট নম্বর থেকে একটি কল আসে। আমার বিকাশ নম্বর বন্ধ করে দেয়ায় আমি ওই কলে অনেকক্ষণ ধরেই কথা বলি। এক সময় সে আমার ওটিপি নম্বর চায়। আমি ভেবেছিলাম, পিন নম্বর না দিলে সে আমার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না।
দীঘি আরও বলেন, আমি শুটিংয়ের কাজে ও স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত ছিলাম। তাই মাথা তেমন কাজ করেনি। এরপর দেখি অ্যাকাউন্ট থেকে দেড় লাখ টাকা নেই।
উল্লেখ্য, প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে তার পথচলা শুরু হলেও ইতিমধ্যেই অভিনয় গুণে নাম লিখেছেন চিত্রনায়িকা হিসেবে।
এসএ/দীপ্ত নিউজ