দল নির্বাচনে নির্ধারিত পদ্ধতি অবলম্বন না করার কারণেই নির্বাচক প্যানেল বারবার প্রশ্নবিদ্ধ হয়। এমনটাই মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তবে নিজেদের অবস্থানকে পরিষ্কার করার মাধ্যমেই এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব বলে মানেন তারা।
এশিয়া কাপের জন্য বিসিবি যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে তাতে বেশি প্রতিক্রিয়া অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহর বাদ পড়া নিয়ে। এছাড়া তামিম ইকবালহীন ওপেনিং জুটি নিয়েও রয়েছে আলোচনা।
পরিসংখ্যান বলছে, জাতীয় দল থেকে রিয়াদকে বিশ্রামে পাঠানোর আগে শেষ ১০ আন্তর্জাতিক ম্যাচে ৪৩ দশমকি ৩৭ গড়ে ৩৪৭ রান করেন এই ব্যাটার। যেখানে জিম্বাবুয়ে এবং ভারতের বিপক্ষে অর্ধ–শতকও রয়েছে। আবার মাহমুদউল্লাহ যে পজিশনে ব্যাটিং করে থাকেন সেখান থেকে বড় ইনিংস খেলা সবসময় সম্ভব হয়ে ওঠে না।
ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন, সিনিয়রদের বাদ দেয়ার ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বনের দুর্বলতা রয়েছে ক্রিকেট বোর্ডের। দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন বিশ্লেষকরা।
আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।
আল/ দীপ্ত সংবাদ