কোনো দর্শক ছাড়াই করাচিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান দল। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে চলমান নির্মাণ কাজের কারণে পিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে ম্যাচ গড়াবে স্বাভাবিক নিয়মেই। আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখেই দেশটির বেশ কয়েকটি স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। ১৯৯৬ সালের পর এবারই প্রথম সংস্কার হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেরও। আগামী ২১–২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট করাচিতে শুরু হবে ৩০ আগস্ট। দুই টেস্ট সামনে রেখে দেশটির লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দল অনুশীলন করছে দু‘দল।