ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৩৯ জন নিহতের ঘটনায় মামলা করেছে দেশটির পুলিশ।
এনডিটিভি জানায়, মামলায় বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের দুই শীর্ষ নেতাসহ ছয়জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।
এদিকে দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন বিজয়। এছাড়া মৃত ও আহত ব্যক্তিদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দক্ষিণ ভারতের এই সুপারস্টার।
শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশ ডাকলে, ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শতাধিক মানুষ হতাহত হয়।
পুলিশ জানায়, ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ সমাবেশে জড়ো হওয়ায়, সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। বিজয়ের দল প্রশাসনকে বলেছিল সমাবেশে হাজার দশেক মানুষ আসতে পারেন, কিন্তু বাস্তবে প্রায় ৩০ হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল।