ঢাকার জনপ্রিয় লেট–নাইট ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম মানচিজ এবার নতুন নেতৃত্বে যাত্রা শুরু করেছে। সম্প্রতি তরুণ উদ্যোক্তা খন্দকার নাসিফ আখতার ও সাদমান বিন সামাদ প্রতিষ্ঠানটির ঢাকা ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ব্যবস্থাপনা গ্রাহকসেবা আরও উন্নত করা, দ্রুততম সময়ে খাবার পৌঁছে দেওয়া, অ্যাপকে আরও ব্যবহারবান্ধব করা এবং খাবারের মান বজায় রাখার দিকে বিশেষ নজর দেবে।
খন্দকার নাসিফ আখতার বলেন, “আমাদের লক্ষ্য হলো মানচিজ ঢাকাকে রাতের খাবার ডেলিভারির ক্ষেত্রে শহরের মানদণ্ডে পরিণত করা।”
অন্যদিকে সাদমান বিন সামাদ বলেন, “গ্রাহকের অভিজ্ঞতা ও প্রিমিয়াম সেবা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঢাকা শহরের নৈশজাগরণকারীরা এখন তাদের প্রিয় খাবার গরম, টাটকা ও সময়মতো হাতে পাবেন।”
গ্রাহকরা www.munchies.com.bd ওয়েবসাইট কিংবা অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য উন্মুক্ত মোবাইল অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন। নতুন কৌশল ও অগ্রসর ভাবনার মাধ্যমে মানচিজ ঢাকায় রাতের খাবারের নির্ভরযোগ্য সমাধান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে প্রস্তুত।