ঢাকা শহরে ঝুঁকিপূর্ণ প্রায় ৩০০ ছোট–বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
রাজউক চেয়ারম্যান বলেন, সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না।
তিনি বলেন, যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়। রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় বিশৃঙ্খল অবস্থায় আছে সব।
‘রাজউক কাউকে প্ল্যান করে দেয় না‘ উল্লেখ করে রিয়াজুল ইসলাম বলেন, বাড়িওয়ালারা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে বাড়ি প্ল্যান করে রাজউকে জমা দেয় এই শর্তে যে, রাজউকের নিয়ম মোতাবেক করবেন। পরবর্তীতে তারা সেটা না মানলে জরিমানা কিংবা শাস্তি দিতে হলে সেই বাড়িওয়ালাদেরই দেয়া উচিত। এর দায়ভার রাজউকের না।
এসএ