প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ডেল্টা প্ল্যান বাস্তবায়নে প্রবাসীদের আহ্বান জানান চট্রগ্রাম–২ আসন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।
শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় শারজাহ ইওয়ান হোটেলে আয়োজিত ফটিকছড়ি প্রবাসী সংযুক্ত আরব আমিরাত এর গণ সংবর্ধনায় এই আহ্বান জানান।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সরকারের গৃহীতব্য দীর্ঘমেয়াদি এই পরিকল্পনা। মাটি, পানি ও জলবায়ু পরিবর্তনকে প্রাধান্য দিয়ে সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় আগামী ৫০ থেকে ১০০ বছরের জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের জনগণের পাশাপাশি প্রবাসীদের এগিয়ে আসতে বলেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি ফটিকছড়িতেও উন্নয়ন অব্যাহত আছে। ফটিকছড়িতে নিজস্ব বিদ্যুৎ ব্যবহার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছি ও জানান।
ফটিকছড়ি ১৯ নং সমিতির হাট ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান হারুন–উর–রশিদ ইমন এর সভাপতিত্বে আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ তৈয়ব ও কাজী মো. লোকমানের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গ্যাস্ট অব অনার রাষ্ট্রদূত মো. আবু জাফর, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আবু জাফর চৌধুরী সিআইপি, চট্রগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বসার সহ আরো অনেক।
অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন।
হৃদয়/ সুপ্তি/ দীপ্ত সংবাদ