আওয়ামী লীগ সরকারের সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও–১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রুহিয়া রামনাথ গ্রামের সেনপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়।
রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল শুক্রবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি গুলফামুল বলেন, ‘গতকাল রাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দুটি গাড়ি সাবেক সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করে। আমরা জানতে পেরে সেখানে যাই। এ সময় সাদা পোশাকে ডিবির দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, সাবেক সংসদ সদস্যকে তাঁরা নিরাপত্তার স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছেন। আমরা তাদের সহযোগিতা করেছি।
রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন সাংবাদিকদের বলেন, ‘সাদা পোশাকে পুলিশের একটি দল বাড়িতে এসে আমাকে বলেছিল যে তারা তাকে আধাঘণ্টা রেখে ফিরিয়ে দেবে।‘
তবে ঠাকুরগাঁও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, তাদের কোনো টিম সেখানে যায়নি।
এ বিষয়ে আরও জানতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টা পদে আছেন। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও–১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জয়ী হন।
এসএ/দীপ্ত সংবাদ