উত্তর সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে এবার বাড়ছে ডেঙ্গুর প্রভাব। ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও সদর হাসপাতালে গত ১৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২০। তাদের মধ্যে হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন ৭ জন রোগী। এদের মধ্যে অধিকাংশই রোগী ঢাকা থেকে আগত।
অন্যান্য জেলার তুলনায় ঠাকুরগাঁও এর প্রাদুর্ভাব কম হলেও এবার ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্তু ডেঙ্গুতে ২০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৪ জন রোগী সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। আর ৭ জন রোগী ২৫০ শয্যার ঠাকুরগাঁও সদর হাসপাতালের সংক্রমক ব্যাধি ইউনিটে এখনো ভর্তি আছেন। হঠাৎ করেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শঙ্কিত হয়ে পরেছে সাধারন মানুষ।
হাসপাতালের সংক্রামক ব্যাধি ইউনিটে কর্মরত নার্সরা জানান, ডাক্তারদের দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ী রোগীদের সেবা প্রদান করে যাচ্ছেন তারা। তাতে রোগীদের অবস্থা বর্তমানে ভালো আছে।
সামর্থ অনুযায়ী রোগীদের যথাসাধ্য চিকিৎসা প্রদান করার কথা জানিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, ডেঙ্গেুতে আক্রান্ত রোগীরা ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে ট্রেন ও বাসের মাধ্যমে আসায় ও তাদের শরীরে মশা কামড় দিয়ে সেই মশা গুলো ছড়িয়ে যাওয়ার ফলে স্থানীয় রোগী পাওয়া যাচ্ছে। তবে কেউ জ্বরে আক্রান্ত হলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া পরামর্শ দেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে ১৬ জুলাই থেকে গত ২৪ ঘন্টা ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এপর্যন্ত মোট ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তবে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো প্রাণহানি ঘটেনি।
মঈনুদ্দীন তালুকদার হিমেল/আফ/দীপ্ত নিউজ