মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে কের কাউন্টির শেরিফ ল্যারি লেথিয়া জানান, সান আন্তোনিও শহরের উপকণ্ঠে বন্যার কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত প্রায় ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।”
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্যা পরিস্থিতিকে ‘মারাত্মক বিপর্যয়‘ হিসেবে ঘোষণা করেছেন। রাজ্যের বিভিন্ন জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ফেডারেল সহায়তার আবেদন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থিত ক্যাম্প মিস্টিক নামের একটি সামার ক্যাম্প থেকে প্রায় ২৩ থেকে ২৫ জন মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। টেক্সাস পার্ক রেঞ্জার্সের দল নদীর ধারে অবস্থিত এই ক্যাম্পে পৌঁছে কিছু শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে নিখোঁজ শিশুরা কোথায় রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
টেক্সাস ন্যাশনাল গার্ডের মেজর জেনারেল থমাস সুয়েলজার জানিয়েছেন, উদ্ধার তৎপরতায় পাঁচটি হেলিকপ্টার এবং প্রশিক্ষিত উদ্ধারকারী সাঁতারুদের মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “এখন পর্যন্ত ২৩৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আমরা সম্ভাব্য সকল উৎস থেকে নিখোঁজদের সন্ধান করছি।”
বন্যার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বহু স্থানে। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জনগণকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, টেক্সাসের মধ্যাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। নদ–নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।