বর্তমানে ক্রিকেটপাড়ার আলোচনার অন্যতম বিষয় জাতীয় দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের ছেলে চাইক হাথুরুসিংহের বাংলাদেশে আসা। এরপর জাতীয় দলের অনুশীলন থেকে শুরু করে সব জায়গায় দেখা যায় তার উপস্থিতি।
দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম প্রচার করে চাইক ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। একইসঙ্গে প্রশ্ন তোলা হয় টিম মিটিংয়ে তার উপস্থিতি নিয়ে। সংবাদমাধ্যম কর্মীদেরই যেখানে উপস্থিত থাকার অনুমতি নেই সেখানে দলের সঙ্গে সম্পৃক্ততা নেই এমন একজন কিভাবে থাকেন টিম মিটিংয়ে।
পাশাপাশি বোর্ডের একজন কর্তা দাবিও করেন দলের খবর বাহিরে পাচার করছেন হাথুরুর ছেলে।
আর বোর্ডের সেই কর্তার এমন মন্তব্যে নড়েচড়ে বসে বিসিবি।
কেন দলের সঙ্গে ছায়ার মতো লেগে রয়েছেন চাইক? কেন তাকে দেখা গিয়েছিল টিম মিটিংয়ে? এসব প্রশ্নের উত্তর দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমকে দিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার শাহরিয়ার নাফিস।
নাফিস বলেন, ‘ও ছুটি কাটাতে এসেছে। এছাড়া আর কিছুই না। আর যেটা বলা হচ্ছে টিম মিটিংয়ের কথাটা, সেটা আসলে ভুল। সেটা ছিল নতুন সাইকোলজিস্টের সঙ্গে একটা সেশন মাত্র। সেখানে প্লেয়াররা ছাড়াও অনেক অফিসিয়ালরাও ছিলেন। এটা টিম মিটিং ছিল না। দলের গুরুত্বপূর্ণ সভায় ও থাকে না তো। বাবার সঙ্গে ছুটি কাটাতেই কেবল ও এসেছে।’
আল/ দীপ্ত সংবাদ