মহান আল্লাহতায়ালা নানাবিধ আপদ–বিপদ ও বালা–মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। আর সব রকম বিপদ–আপদ থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন দোয়া ও জিকির–আজকার কোরআন–হাদিসে এসেছে। ঝড়–তুফান, মেঘের গর্জন, অধিক বৃষ্টির অনিষ্ট এবং বজ্রপাত থেকে হিফাজত থাকারও রয়েছে দোয়া।
ঝড়–তুফানে যে দোয়া পড়তেন মহানবী (সা.)
হাদিসে এসেছে, জোরে বাতাস বইলে মহানবী (সা.) এই দোয়াটি পড়তেন—
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা, ওয়া–খাইরা মা–ফীহা, ওয়া–খাইরা মা উরসিলাত বিহী। ওয়া আঊযু বিকা মিন শাররিহা, ওয়া শাররি মা–ফীহা, ওয়া শাররি মা উরসিলাত বিহী।’
অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে এর, এর মধ্যকার এবং এর সঙ্গে আপনার পাঠানো কল্যাণ চাই। আর আমি আপনার কাছে এর অনিষ্ট থেকে, এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই।’ (মুসলিম: ৮৯৯; বুখারি: ৩২০৬ ও ৪৮২৯)
সুপ্তি/ দীপ্ত সংবাদ