রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব‍্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি উদ্যোগে এ মতবিনিময় সভা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করন বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মতো দেশের সার্বভৌমত্ব রক্ষায় ২০২৪ সালে জুলাইযোদ্ধারও ভূমিকা রেখেছেন। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে।

এছাড়া জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তারেক রহমান।

সভায় জুলাই আন্দোলনে নিহত আনাসের মা আবেগঘন কণ্ঠে বলেন, আপনি (তারেক রহমান) আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে সব শহীদ হত্যার বিচার করবেনএটাই আমাদের বিশ্বাস। অন্তর্বর্তী সরকার যে উদ্দেশে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। আজও আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আপনারা ন্যায়বিচার নিশ্চিত করবেন।

মতবিনিময় সভায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা এবং তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More