জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকছেন সোহেল ইসলাম।
জিম্বাবুয়ে সিরিজে পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে এ সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিবি। পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা মুশতাককে গত বছরের এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। তার পরিবর্তে এবার দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক অফ স্পিনার সোহেল ইসলাম।
সম্প্রতি বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে কাজ করেন তিনি। এছাড়া বিপিএল _ও ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। এর আগে সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরির অনুপস্থিতিতে জাতীয় দলে একই ভূমিকায় দেখা গেছে সোহেলকে।